আগামী কাল থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

স্টাফ রির্পোটারঃ>>>>>>>
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ রবিবার থেকে শুরু করবে বিএনপি।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে। রংপুর বিভাগের পঞ্চগড়-১ আসন দিয়ে সাক্ষাৎকারটি শুরু হবে। এ ছাড়া একই দিনে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার নেওয়া হবে।
সাক্ষাৎকারের সময় মহানগর, জেলা-উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতিকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে বলেও জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।