নির্বাচন করতে পারছেন না খালেদা || দণ্ড স্থগিতের আবেদন খারিজ
নিজস্ব প্রতিবেদক:>>>
দন্ড স্থগিতের আবেদন খারিজ হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দণ্ডপ্রাপ্তরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ এমন দাবি করেছেন।
সালাউদ্দীন কাদের চৌধুরীর কারাদণ্ডপ্রাপ্ত আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলামের ১০ বছরের দণ্ড স্থগিত চেয়ে করা আবেদন সোমবার হাইকোর্টে খারিজের পর এ মন্তব্য করেন সহকারী অ্যাটর্নি জেনারেল।
সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার ফখরুলের আবেদন পর্যবেক্ষণসহ খারিজ করেন।
ব্যারিস্টার ফখরুল ইসলাম নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
এসময় ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, ‘এই সাজা স্থগিত হলে দণ্ডপ্রাপ্ত আসামিরা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু এ আদেশের কারণে তাদের আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না। খালেদা জিয়াসহ যে রাজনৈতিক নেতাদের নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা ছিল তাদের সেই ইচ্ছাটা আপাতত বাতিল হয়ে গেলো।’



