বিএনপির সাথে ইইউ ইলেকশন এক্সপার্টদের বৈঠক বিকালে

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে আজ বিকেলে  আলোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন এক্সপার্ট মিশনের একটি প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে  একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে সূত্রটি জানায়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে বুধবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিড ওয়াডের নেতৃত্বে চার সদস্য। এ সময় প্রতিনিধিদলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

আপনার মতামত লিখুন :