সাকিবকে নিয়ে যা বললেন ড. কামাল

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে  বৃহস্পতিবার রাতে বেইলী রোডে ড. কামাল হোসেনের বাসভবনে  বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়, অভিনয় শিল্পীসহ জনপ্রিয় ব্যক্তিদের অন্তর্ভূক্ত করার প্রস্তাব করা হয়। প্রস্তাবটি করেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

সুব্রত চৌধুরী বলেন, ‘সেলিব্রেটিরা প্রচারণায় থাকলে একদিকে জনগণ উৎসাহী হয়, অন্যদিকে সহিংসতার আশঙ্কাও কমে যায়।’

এ সময় ড. কামাল হোসেন বলেন, ‘আমরা ড. ইউনূসের হেল্প নিতে পারি, রেহমান সোবহানকে বলতে পারি।’

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘এরা নয়, আওয়ামী লীগ যেমন সাকিব আল হাসানকে প্রচারণায় ব্যবহার করছে। তেমনি কাউকে নিতে হবে।’

এ সময় একটু বিরক্ত ড. কামাল হোসেন জানতে চাইলেন, ‘সাকিবটা কে?’ বৈঠকে উপস্থিত সবার যেন এবার চোখে চড়কগাছ। কেউ কেউ মুখ টিপে হাসলেন। অবশেষে হাসি চেপে অ্যাডভোকেট সুব্রত বললেন, ‘সাকিব বাংলাদেশের ক্রিকেটের সেরা খেলোয়াড়।’

এবার আরো বিরক্ত ড. কামাল বললেন, ‘এরা কেন রাজনীতিতে, এরা এখানে কি করবে?’

আপনার মতামত লিখুন :