প্রতিবন্ধী ও অনগ্রসর ছাড়া কোটা থাকবে না

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বহুল প্রত্যাশিত ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

ইশতেহারে ১৪টি প্রতিশ্রুতি ৩৫টি অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি কিছু চমকও রাখা হয়েছে। শিক্ষিত ও তরুণ প্রজন্মের ভাবনা এবং তাদের চাহিদার বিষয়গুলো স্থান পেয়েছে ইশতেহারে।

দেয়া হয়েছে চাকরি ও কর্মসংস্থান নিয়ে বেশ কিছু প্রতিশ্রুতি ও অঙ্গীকার। ইশতেহারে বহুল আলোচিত কোটা ব্যবস্থা নিয়ে বলা হয়েছে- সরকারি চাকরিতে শুধু অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটাব্যবস্থা থাকবে। আর কোনো কোটা থাকবে না।

কিছুদিন আগেও সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা বহাল ছিল। তবে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের মুখে সরকার কিছুদিন আগে কোটা না রাখার ঘোষণা দেয়।

তবে কোটা বাতিলের বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ধোয়াশা ছিল। তারা বলছে, তাদের দাবি ছিল কোটা বাতিল করা নয়, কোটার সংস্কার। বিশেষজ্ঞদের অনেকেই প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা বহাল রাখার দাবি জানিয়ে আসছে।

বিষয়টি গুরুত্ব পেয়েছে ঐক্যফ্রন্টের ইশতেহারে।তারা অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা রেখে বাকি সব কোটা বাতিলের প্রতিশ্রুতি দিল।

পাশাপাশি সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে এ ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণার আগে বক্তব্য দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শিক্ষিত তরুণ প্রজন্ম ও তাদের কর্মসংস্থান, জনগণের চাহিদা এবং একটি ইনক্লুসিভ সমাজ গঠনের জন্য নিজেদের পরিকল্পনা ও ভাবনাগুলো স্থান পায় ইশতেহারে।

এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে ইশতেহার ঘোষণার মঞ্চে উঠেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এর পর শুরু হয় ইশতেহার ঘোষণা। ড. কামালের পক্ষে লিখিত ইশতেহার পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এর আগে জোটের পক্ষ থেকে প্রথম দফায় নভেম্বরের শেষ সপ্তাহে এবং ডিসেম্বরের ৮ তারিখে ইশতেহার ঘোষণার কথা বললেও পরে তা স্থগিত করা হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, ড. রেজা কিবরিয়া প্রমুখ।

আপনার মতামত লিখুন :