তরুনদের উদ্দেশ্যে কর্নেল অলির ভিডিও বার্তা
স্টাফ রির্পোটারঃ>>>
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার তরুনদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মুখপাত্র ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।
গতকাল শনিবার বিকাল ৩টার দিকে নিজের ফেসবুক পেজে পোস্ট করা ওই ভিডিও বার্তায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দেশের যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কর্নেল (অব) অলি আহমেদ।
ভিডিও বার্তায় তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছি। সর্বত্র অনিশ্চয়তা, অশান্তি, অত্যাচার ও অনাচার। সবাই হতাশাগ্রস্ত। কী হচ্ছে, কী হবে?
তিনি বলেন, আমি চাই প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চিরদিনের জন্য শেষ হোক। সরকারি, আধা-সরকারি ও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। তাদেরকেও মনে রাখতে হবে, তাদের ভুলের জন্য জাতিকে মাশুল দিতে হবে।
ভিডিও বার্তায় অলি আরও বলেন, কোনো জায়গায় যদি কোনো ভুল পদক্ষেপ নেয়া হয় তাহলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। রক্তপাত এড়ানো সম্ভব নাও হতে পারে। দেশ ও জাতির প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। সুতরাং এ কাজে যারা বাধা দেবেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। তারা জাতির শত্রু, দেশের শত্রু।
দেশের যুবসমাজের উদ্দেশে ২০ দলের এ মুখপাত্র বলেন, ৩০ তারিখের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন। ভোট দেয়া আপনার জন্মগত অধিকার। ভোটের অধিকার আদায় করতে হবে। ভোটদানে বাধাদানকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শক্তি প্রয়োগ করুন।
তিনি বলেন, এ কাজে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশকে বাঁচাতে হবে, রক্তপাত এড়াতে হবে। জনগণের বিজয় সুনিশ্চিত।
ভিডিও বার্তায় নিজের নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ছাতা মার্কায় ভোট চান কর্নেল (অব.) অলি।



