নির্বাচনী প্রচারে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
স্টাফ রির্পোটারঃ>>>
রংপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তারাগঞ্জ গণসংযোগের পর যোগ দিবেন পীরগঞ্জের জনসভায়। দুপুরে পীরগঞ্জের জনসভায় তিনি ভাষণ দেবেন। এ জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও দলের নেতাকর্মীরা। বেশ কিছু সড়ক মেরামত করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ। আওয়ামী লীগ সূত্রে একথা জানা যায়।
দুপুর ২টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এ আসনে (রংপুর-৬) নির্বাচন করছেন জাতীয় সংসদের স্পিকার দলীয় প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার পৈতৃক নিবাস এই পীরগঞ্জে। জনসভার পর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে আবারও সড়কপথে সৈয়দপুর গিয়ে বিমানে ঢাকায় ফিরবেন।
গত ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



