উদ্দেশ্যমূলকভাবে জামান টাওয়ারে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ জাতীয় ঐক্যফ্রন্টের!

স্টাফ রির্পোটারঃ>>>>
রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারের আগুনের ঘটনাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম সাংবাদিকদের বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক। ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এটি উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে কেউ আগুন লাগাতে পারে বলে ধারণা করছি।
ভবনটির ৮ তলায় আগুন লাগলেও ঐক্যফ্রন্টের কার্যালয় তৃতীয় তলায়। লতিফুল বারী দাবি করেন, আগুনের কারণে ভবনের বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। এটি একটি অজুহাত তৈরি করার জন্য বলে মনে হচ্ছে।
শুক্রবার দুপুরের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। জামান টাওয়ারের লিফটের তৃতীয় তলায় ঐক্যফ্রন্টের অস্থায়ী অফিস। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার কন্ট্রোল রুমের ফায়ারম্যান জিয়াউর রহমান জানান, ভবনের নবম তলায় এনসিআর ক্রেডিট রেটিং লিমিটেড অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলার অফিস।