জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদকঃ>>>>
একাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র একদিন বাকি। এর মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডাকলো জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিজয়নগরে জাতীয় ঐক্যফ্রণ্ট কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়কারী ড. মেহেদী মাসুদ। তিনি বলেন, নিজেদের সবশেষ অবস্থান জানাতে জরুরি এই সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা আজ শুক্রবার সকাল ৮টা থেকে বন্ধ হয়েছে। তাই আর কেউ কোনো সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। এখন শুধু অপেক্ষা ভোটের।
আগামী ৩০ ডিসেম্বর, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
দশম জাতীয় সংসদে বিএনপি ও সমমনাদের ভোট বর্জনের নির্বাচনে ১৫৩ আসনে একক প্রার্থী থাকায় দেশের অর্ধেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাননি।
এবার নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনে থাকা সব দল অংশগ্রহণ করছে এবং ৩০০ আসনের প্রত্যেকটিতে একাধিক প্রার্থী রয়েছে। যার ফলে দেশের সব মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন।