সংবাদ সম্মেলনে ভোটার-এজেন্টদের প্রতি বিএনপির বার্তা

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৫ এএম, ২৯ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>

সাহস করে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, ‘জনগণ সজাগ দৃষ্টি রাখবে যাতে কেউ ভোটের আগের রাতে ভোট দিতে না পারে, জাল ভোট দিতে না পারে,

আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জনগণ ভোট দিতে পারলে ঐক্যফ্রন্ট বিজয়ী হবে উল্লেখ করে প্রার্থী ও এজেন্টদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘আপনারা শান্তিপূর্ণ এবং সাহসিকতার সঙ্গে এ নির্বাচনে অংশহগ্রহণ করবেন। কেন্দ্রীয় অফিসের সঙ্গে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন।

তিনি বলেন, ‘অনেক চেষ্টা করা হবে আমাদের পরাজিত করতে। কিন্তু নেতাকর্মী ও জনগণ তৎপর থাকলে সেটা সফল হবে না। আমরা আশা করব, সবাই সাহস করে ভোটকেন্দ্রে যাবেন নিজের ভোট নিজে দেবেন।’

বিএনপিকে প্রার্থীশূন্য করে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সরকারকে ৩২টি আসন উপহার দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, ‘আমাদের ১৬ জন প্রার্থী কারাগারে রয়েছেন এবং ১৬ জন প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কৌশলে এ আসনগুলো সরকারকে উপহার দেয়া হয়েছে।’

আপনার মতামত লিখুন :