মওদুদ আহমেদেকে বহিষ্কারের খবর ভুয়া: বিএনপি

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এমন একটি প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলেছে বিএনপি।

শুক্রবার রাতে বিএনপির প্যাডে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিএনপির কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ব্যারিস্টার মওদুদ আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি সরকারের অপপ্রচার। তারা বিভিন্ন কাটপিস এডিটিং করে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। সরকার তাদের দুর্বলতা ঢাকতেই বিএনপির বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।

আপনার মতামত লিখুন :