আগেই ৫০% ভোটে ভরবে বাক্স, বিদেশি সাংবাদিকদের জানালেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদকঃ>>>>
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে ৫০% ব্যালট সিল মেরে আগেই বাক্সে ভরে রাখবে, জাল ভোট দেয়া হবে।
শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বিদেশি সাংবাদিকদের ব্রিফ্রিং করার সময় তিনি এসব কথা বলেন।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে এসব বিদেশি সাংবাদিক ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছান।
বিদেশি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, যদি কেন্দ্র দখল, ভোট কারচুপি, সহিংসতার মতো ঘটনা ঘটে তাহলে আমরা পুনঃভোটের দাবি জানাব।
তিনি বলেন, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা থাকলেও আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। জনগণ যাতে ভোট দিতে পারে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক প্রমুখ উপস্থিত ছিলেন।