আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলা
নিজস্ব প্রতিবেদকঃ>>>
সিরাজগঞ্জে পোস্টার ছেঁড়া নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের অন্তত ৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় পৌর এলাকার ধানবান্ধিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলামকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পৌর আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, বিএনপির লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে দুটি নির্বাচনী ক্যাম্প ও বসতবাড়ি ভাঙচুর করেছে। এ ছাড়া নেতা-কর্মীদের মারধর করেছে।
সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএল সরকারি স্কুল এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের কাছে পোস্টার ছেঁড়াকে নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্যাম্পের চেয়ার-টেবিল ভাঙচুর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুলকে মারপিট করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।



