হিরো আলমকে হুমকি, অফিস ভাঙচুর

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৪ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>

আলোচিত মডেল ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে লড়ছেন হিরো আলম।

তিনি বলেন, নন্দীগ্রামের ৩ নং ভাদুরিয়া ইউনিয়নে নির্বাচনী অফিসে আমি শুক্রবার রাতে নির্বাচনী সভা করেছি। এরপরে শনিবার সকালে জানতে পারি, আমার অফিস ভাঙচুর করা হয়েছে। পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়াও ৫ টি ইউনিয়নের সমস্ত ভোটকেন্দ্রের সামনে আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

হিরো আলম অভিযোগ করে বলেন, তার সহকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমার সমস্ত পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে, তারা যেন কেন্দ্রে না যায়। আমাকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু যত আঘাত আসুক, আমি মাঠে আছি, থাকব। নির্বাচন থেকে আমাকে কেউ সরাতে পারবে না।

আরো পড়ুন: গুগল সার্চ লিস্টের শীর্ষে সানি লিওন

হিরো আলম বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সবশেষ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি। ওই রিটের আদেশে হাইকোর্ট নির্বাচন কমিশনকে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন

আপনার মতামত লিখুন :