ফেনী-৩ আসনে পুনঃনির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>>

ভোটে ব্যাপক অনিয়ম আর কারচুপির অভিযোগ এনে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আকবর হোসেন।
রোববার (৩০ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে দাগনভূঞাঁর পৌর এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান ।

এ সময় আকবর হোসেন বলেন, ভোটের নামে সারাদেশে প্রহসন হয়েছে। নির্বাচনের আগের দিন বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নির্বাচনে এমন নজির দেখা যায়নি।

আকবর আরও বলেন, আগের দিন রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে রাখা হয়েছে। ধানের শীষ প্রার্থীর এজেন্টদের কেন্দ্রেই ঢুকতে দেওয়া হয়নি।
হামলা করে আহত করা হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ৩০ জন।

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর।

আপনার মতামত লিখুন :