ইসিতে বিএনপির অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোট দিয়েছে আ.লীগঃ নজরুল

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

স্টাফ  রির্পোটারঃ>>>>

সারা দেশের  দেড়শ আসনের প্রায় প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোট দিয়েছে বলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) বরাবর লিখিত অভিযোগের তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান জানান, নির্বাচনের আগের রাতে দেড় শতাধিক আসনে চারশ থেকে পাঁচশ ব্যালটে নৌকায় সিল মেরে বাক্স ভরা হয়েছে।

অভিযোগে তিনি আরও বলেন, রোববার সকালে সারাদেশে ২৫০টি আসনের প্রায় প্রতিটি কেন্দ্রের জাতীয় ঐক্যফ্রন্টের তথা বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেয়া হয়। আবার যেসব আসনের কেন্দ্রে বিএনপির লোকেরা ভোট দিতে গেছে তাদের ব্যালট পেপার জোরপূর্বক কেড়ে নেয়া এবং ভোটারদের বের করে দেয়া হয়েছে। কোনো কোনো ভোটকেন্দ্র থেকে ভোটার এবং এজেন্টদের গ্রেফতার করা হয়েছে। দেশের অনেক কেন্দ্রে বিএনপির এজেন্টদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আর এসব কাজে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বিকেল ৪টা দিকে একই অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাচন কমিশনের মিডিয়া কক্ষে সংবাদ সম্মেলন করেন।

আপনার মতামত লিখুন :