রাতে ঐক্যফ্রন্টের জুরুরী বৈঠক

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>

সহিংসতা, নাশকতা, কারচুপি, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। অনেক আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবরও আছে। তবে এই নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাতেই এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে বৈঠক ডাকা হয়েছে। রাত ৮টার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

এতে সভাপতিত্ব করবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করা হবে।
বিষয়টি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি জানান, বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও থেকে ঢাকায় পৌঁছবেন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। এর পরে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ড. কামাল হোসেনের বাসায় বৈঠক হতে পারে।

তবে সংবাদ সম্মেলন গুলশান অফিসে হবে নাকি ঐক্যফ্রন্টের অফিসে হবে তা এখন ঠিক করা হয়নি।

আপনার মতামত লিখুন :