ফলাফল প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রোববার রাজধানীর বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এ কথা বলেন।

একই সঙ্গে ড. কামাল  নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এ সরকার প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

তিনি বলেন, এবারের নির্বাচন দেখে মনে হচ্ছে ২০১৪ সালে বিএনপি যে নির্বাচন বর্জন করেছিল সেটা সঠিক সিদ্ধান্ত ছিল।

 

আপনার মতামত লিখুন :