বৃহস্পতিবার ইসিতে স্মারকলিপি দেবে ঐক্যফ্রন্ট, আসছে নতুন কর্মসূচি

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৩ এএম, ০১ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রহসনমূলক নাটক মঞ্চস্থ করা হয়েছে দাবি করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঐক্যফ্রন্টের প্রার্থীসহ সকল বিরোধীদলের প্রার্থীরা নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করবেন।

সোমবার রাতে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। স্মারকলিপি প্রদানের পাশাপাশি নতুন কর্মসূচিও ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এর পরপরই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান ড. কামাল হোসেন।

ঐক্যফ্রন্টের নির্বাচিতরা শপথ নেবেন কি না? জানতে চাইলে ড. কামাল বলেন, সবকিছু বিবেচনা করে আমরা কাজ করছি। তবে তার পাশে বসা ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরাতো সম্পূর্ণ নির্বাচন প্রত্যাখ্যান করেছি।’

তিনি আরো বলেন, কথিত এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সরকারকে বিজয়ী দেখালেও প্রকারান্তরে হেরেছে বাংলাদেশ ও তার ১৭ কোটি মানুষ। এর মধ্যদিয়ে কবর রচিত হয়েছে আমাদের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রের। সার্বিক অবস্থা বিবেচনা করে জাতীয় ঐক্যফ্রন্ট কথিত নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানাচ্ছে।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

আপনার মতামত লিখুন :