শপথ নেবেন না বিএনপির নির্বাচিতরা

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২১ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ>>>

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) জয়ী প্রার্থীরা সাংসদের শপথ নিবেন না। জয়ী বিএনপি প্রার্থীরা সংসদেরও যোগ দিবেন না। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের পরে এ তথ্য জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা তো একাদশ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নতুন নির্বাচনের দাবি করেছি। ফলে সংসদে যোগ দেওয়ার প্রশ্নই আসে না।’ পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংসদে যাওয়া কিংবা শপথ নেওয়ার কোনও প্রশ্নই আসে না।’ একই কথা জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য, গতকাল রোববার অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির পাঁচজন দলীয় প্রার্থী বিজয়ী হন। এছাড়া, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন গণফোরামের দুই প্রার্থী। তবে গণফোরামের সদস্যরা শপথ নেবেন কিনা, এখনও তা জানা যায়নি।’

আপনার মতামত লিখুন :