জামিনে মুক্ত গাজী মানিক

শহর প্রতিনিধি:>>>
ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্যাহ মানিক জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ৩ মাস ১৯ দিন পর রোববার বিকালে তিনি ফেনী জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। এর আগে ২০১৭ সালের ৮ জানুয়ারী শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে মিছিল থেকে গ্রেপ্তার হয়ে তিনি রাজনৈতিক মামলায় আসামী হিসেবে টানা প্রায় ১৬ মাস কারা ভোগ করেন।
তার আইনজীবী ইউসুফ আলমগীর জিএস নিউজকে জানান, সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গাজী হাবিুল্লাহ মানিকসহ বিএনপির সাত নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে বিগত বছরের ১৩ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উচ্চ আদালত থেকে জামিনের পর নিম্ম আদালতের আদেশে গাজী হাবিব উল্যাহ মানিক জামিন নিয়ে রোববার ফেনী জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন গাজী মানিক। পরে তাকে আরো দুটি ‘গায়েবী’ মামলায় আসামী দেখিয়ে শোন-এ্যারেষ্ট করা হয়। বিএনপি নেতা গাজী হাবিবুল্লাহ মানিক প্রায় ৬১ টি রাজনৈতিক মামলায় আসামী। কারাগারে থাকা অবস্থায় তাকে নতুন ৯টি মামলায় আসামী করা হয়।