যে কারণে দেশে ফেরেননি ড. কামাল

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯

স্টাফ  রির্পোটারঃ>>>>

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের গতকালই (রোববার) দেশে ফেরার কথা ছিল। কিন্তু তিনি দেশে ফেরেননি।

এর আগে ১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যাক্তিগত কাজে তিনি সন্ত্রীক সিঙ্গাপুরে উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

চিকিৎসা শেষে রোববার রাত ১২টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও ড. কামাল হোসেনের স্ত্রীর পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে তিনি দেশে ফেরেননি ড. কামাল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জাহাঙ্গীর আলম মন্টু বলেন সোমবার পাসপোর্টের জটিলতা কাটিয়ে উঠতে পারলেই আজ রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন ড. কামার হোসেন।

আপনার মতামত লিখুন :