নির্বাচনী ট্রাইব্যুনালে প্রথম মামলা সুব্রত চৌধুরীর

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

ঢাকা-৬ আসনে নির্বাচনের অনিয়ম তুলে ধরে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এটিই হলো ট্রাইব্যুনালের প্রথম নির্বাচনী মামলা। গতকাল তিনি নির্বাচনী ট্রাইব্যুনালের শাখায় এ মামলা করেন।

এখন মামলাটি ট্রাইব্যুনালের বিচারপতির সম্মতির পর শুনানির জন্য কার্যতালিকায় আসবে। এর পরই শুরু হবে শুনানি।

মামলা দায়েরের পর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মানবজমিনকে বলেন, প্রধান বিচারপতি এই ধরনের মামলা শুনানির জন্য ছয়টি একক বেঞ্চকে দায়িত্ব দিয়েছেন।

তারা বিশ্লেষণ করে মামলা ফাইল করলে নির্বাচনী আবেদনের শুনানির এখতিয়ার পাওয়া বেঞ্চে শুনানির জন্য পাঠানো হবে। তিনি আরো বলেন, আমি একজন প্রার্থী হিসেবে মামলা করলে ভালো হবে মনে করে এটা করেছি।

প্রত্যেক প্রার্থী তার নিজের ইচ্ছায় মামলা করবেন। তাকে চাপিয়ে দেয়ার কিছু নেই। উল্লেখ্য, নির্বাচনের প্রজ্ঞাপন হওয়ার ৪৫ দিনের মধ্যে মামলা করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আজ ৩০ দিন পূর্ণ হচ্ছে। মামলা করার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি ও ২০ দলীয় জোটের প্রার্থীদের হাতে এখনো ১৫ দিন সময় রয়েছে।

যদিও ঐক্যফ্রন্ট ও বিএনপি ঘোষণা দিয়েছিলেন ৩০শে জানুয়ারির মধ্যে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটের অনিয়ম তুলে ধরে মামলা করবেন। সেই অনুযায়ী প্রার্থীরা নিজ আসনের ভোটের অনিয়মের তথ্য উপাত্ত সংগ্রহ করে কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরে জমাও দিয়েছেন।

আপনার মতামত লিখুন :