টানা তৃতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হলেন শিরীন শারমিন

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন শিরীন শারমিন চৌধুরী। আজ একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্পিকার নির্বাচন হয়। দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের শুরুতেই ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার করার প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত ওবায়দুল কাদের।

নব নিযুক্ত চিফ হুইফ নুর-ই আলম সিদ্দিকী এই প্রস্তাবকে সমর্থন করে। পরে এটি ভোটে দেওয়া হলে প্রস্তাবটি সর্বসম্মতক্রমে গৃহীত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ৩০ ডিসেম্বর নির্বাচনে রংপুর ৬ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।

গত ৯ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ এবার টানা তৃতীয় মেয়াদে সরকারে।

ক্ষমতাসীন দলের সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারি শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা।

এদিকে জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করা বিএনপি জোটের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ না নেবেন না বলে জানানো হয়েছে।

গতবারের মতো এবারও সংসদে বিরোধী দলের আসনে ব্সতে যাচ্ছে জাতীয় পার্টি। তবে গত সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের চেয়ারে বসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিরোধী দলীয় উপনেতার দায়িত্বে থাকবেন এরশাদের ভাই জিএম কাদের। আর বিরোধী দলীয় প্রধান হুইপের দায়িত্ব যাচ্ছে মশিউর রহমান রাঙ্গাঁর কাছে।

গতবার বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রিসভায়ও ছিল জাতীয় পার্টি। তবে এবার জাতীয় পার্টি বা আওয়ামী লীগের অন্য শরিকদের কেউই নতুন সরকারে নেই।

গত ২৮ জানুয়ারি শেষ হয়েছে দশম জাতীয় সংসদের মেয়াদ।

আপনার মতামত লিখুন :