দেশে বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপিঃ ওবায়দুল কাদের

gs news 24gs news 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি।

শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ বিএনপি প্রত্যাখ্যান করার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি শুধু সামাজিকভাবে নয়, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে।

আগামী মাসের প্রথম সপ্তাহে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেকোনো দিন এর উদ্বোধন করা হবে।

আপনার মতামত লিখুন :