হঠ্যাৎ বিএনপির সিদ্ধান্ত পরিবর্তন
নিজস্ব প্রতিবেদকঃ>>>
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাদের মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা স্থগিত করে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি।
নতুন কর্মসূচি অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিবাদ সমাবেশ করবে দলটি। এ ছাড়া ৯ ফেব্রুয়ারি সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।
আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বইমেলার কারণে তাদের এই কর্মসূচিতে পরিবর্তন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের কড়া সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, নির্দোষ জাহালাম এতোদিন কারাগারে ছিলো আওয়ামী সরকারের দুদকের অন্যায় সাজার কারনে। দুদক কাজ করে সরকারের সন্তুষ্টির জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য নয়। সরকারের প্রতিহিংসা বাস্তবায়নের মেশিন হচ্ছে দুদক।
বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে দুদক বেপরোয়া অনাচারে লিপ্ত থেকে মনুষত্বহীনতার ডালপালা বিস্তার করেছে, এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘এতে নির্দোষ-নিরীহ-নিরাপরাধ মানুষও দুদকের দায়ের করা মিথ্যা মামলার অমানবিকতার হাত থেকে রেহাই পাচ্ছে না। ভুয়া ভোটের সরকারের চাহিদা মেটাতে গণতান্ত্রিক শক্তিকে পরাধীনতার শৃঙ্খলে বন্দি করছে দুর্নীতি দমন কমিশন।’
দুদক সরকারের প্রতিহিংসা চরিতার্থ করতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দিয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘এই দুদক আইনি নিয়ম-কানুন কিছুই না মেনে আওয়ামী সরকারের শীর্ষ ব্যক্তির নির্দেশেই দেশের খালেদা জিয়াকে আটকিয়ে রাখতে মামলা সাজিয়েছে। বিরোধী শক্তিকে দমন করতে আওয়ামী অবৈধ গোষ্ঠীর একটি হাতিয়ার হলো বর্তমান দুর্নীতি দমন কমিশন।



