বিকেলে ঐক্যফ্রন্টের কালো ব্যাজ ধারণ কর্মসূচি

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০১ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

নির্বাচনে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদে বুধবার বিকালে এক ঘণ্টার কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে জাতীয় ঐক্যফ্রন্ট।  বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ফ্রন্ট নেতারা।

মঙ্গলবার ফ্রন্টের সমন্বয়ক কমিটির বৈঠক শেষে কমিটির নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এক সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান। এর আগে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর সমন্বয় কমিটির এক যৌথসভায় সভাপতিত্ব করেন তিনি।

এ সময় তিনি দাবি করেন, ঐক্যফ্রন্টের মধ্যে কোনো বিভেদ নেই। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে। সরকার তাদের মধ্যে ভাঙন ধরাতে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন এই নেতা।

আবদুস সালাম আরো বলেন, আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই যে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়, তা ৩০ ডিসেম্বর প্রমাণ হয়েছে।

আপনার মতামত লিখুন :