আত্মসমলোচনায় ব্যারিস্টার মওদুদ !!
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা নির্বাচন করেছি, কিন্তু আন্দোলন করিনি।মওদুদ আহমদ বলেন লজ্জায় মাথানত হয়ে যায়, যখন ভাবি, এক বছর হল, আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেলে আছেন। আমরা শীর্ষ নেতৃত্ব ব্যর্থ হয়েছি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটশন মিলনায়তনে শুক্রবার বিকালে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা নির্বাচন করেছি, কিন্তু আন্দোলন করিনি। তৃণমূলের শক্তিকে কাজে লাগাতে আমরা শীর্ষ নেতৃত্ব ব্যর্থ হয়েছি।
খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের বিকল্প নেই উল্ল্যেখ করে দলটির শীর্ষ নেতারা বলেন আন্দোলন করতে হলে সংগঠন শক্তিশালী করতে হবে।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এই জন্য দলের নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসন করতে হবে। বিগত দিনে দলের যারা নির্যাতিত হয়েছেন তাদের পাশে দলের নেতা এবং যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের দাঁড়াতে হবে।
তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সাহস নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা ঘুরে দাঁড়াব। এ জন্য সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে।
মওদুদ আহমদ বলেন, এ নির্বাচনে একটা বিষয়ে প্রমাণ হয়েছে যে, একটি দলের জনপ্রিয়তাই যথেষ্ট নয়। সংগঠন ছাড়া সেই জনপ্রিয়তা ধরে রাখা যায় না। নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে কেনো প্রতিরোধ গড়ে তুলতে পারি নাই- সেটার উত্তর খুঁজতে হবে, পর্যালোচনা করতে হবে।
শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের এক বছর পূর্ণ হয়েছে। তার মুক্তির দাবিতে আজও সারা দেশে (ঢাকা মহানগর বাদে) প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।



