৮৭ উপজেলায় আ. লীগ প্রার্থীর নাম প্রকাশ

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

স্টাফ রির্পোটারঃ>>>>
উপজেলা চেয়ারম্যান হিসেবে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের জন্য প্রথম ধাপে ৮৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
আজ  শনিবার  দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

প্রথমধাপে নির্বাচনের জন্য রংপুর বিভাগের পঞ্চগড় জেলার ৫ জন, নীলফামারীতে ৬ জন, লালমনিরহাটে ৫ জন,  কুড়িগ্রামে ৯ জন; রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৯ জন, জয়পুরহাটে ৫ জন, সিরাজগঞ্জে ৮ জন ও নাটোরে ৬ জন; ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় ৯ জন ও জামালপুরে ৭ জন; সিলেট বিভাগের হবিগঞ্জে ৮ জন ও সুনামগঞ্জে ১০ জনসহ মোট মনোনীত ৮৭ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :