দলীয় প্রার্থীদের সঙ্গে স্কাইপি বৈঠকে তারেক রহমান

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেয়া নেতাদের সঙ্গে স্কাইপিতে বৈঠক করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল  শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দিতে বিকেল ৫টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একে একে প্রবেশ করেন নেতারা। ২০ জেলার সব প্রার্থীদের নিয়ে দুই দফায় চলছে বৈঠক। প্রথম ধাপে ১০ জেলার প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

পরে সন্ধ্যা ৭টার দিকে দ্বিতীয় ধাপে আরও ১০ জেলার নেতারা বৈঠকে যোগ দেন।

বৈঠক সম্পর্কে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।

বৈঠকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, শরিফুল আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, জি কে গউছ, আজিজুল বারী হেলাল, লুৎফর রহমান কাজল, মিজানুর রহমান চৌধুরী, হাজী মুজিব, শামা ওবায়েদ, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, রফিকুল আলম মজনু, মাইনুল ইসলাম খান শান্ত প্রমুখ উপস্থিত রয়েছেন।

আপনার মতামত লিখুন :