অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারকে দুষলেন মির্জা ফখরুল

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিনিধি:>>>
সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণেই বিভিন্নভাবে মানুষ প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এসময় চক বাজারের আগুনের ঘটনায় শোক জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘যে অগ্নিকাণ্ড হয়েছে, যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক, সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘সরকারের ব্যর্থতা তো সবখানেই আছে। মানুষের জীবন রক্ষা করার ক্ষেত্রে তাদের ব্যর্থতা বেশি। সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বিভিন্নভাবে মানুষ প্রাণ হারাচ্ছে।

আপনার মতামত লিখুন :