সোমবার (১১ মার্চ) রাতভর নানা নাটকীয়তা আর প্রতীক্ষার পরে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।
ফল ঘোষণার পরপরই সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান করে। মিছিল করে ভিপি পদের ফল প্রত্যাখ্যানের দাবি জানিয়ে স্লোগান দিছিলেন তাঁরা।
এদিকে, ভোর পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা জানা যায়নি।



