ভোট পুনর্বিবেচনার দাবি ছাত্রলীগের

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৫ এএম, ১২ মার্চ ২০১৯

দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান হলো। ডাকসু নির্বাচনে নতুন ভিপি পেয়েছে শিক্ষার্থীরা। আর তাতে জয়ী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুর। নতুন ভিপি ঘোষনার এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে স্লোগান দিয়েছে ছাত্রলীগ। এই ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগ। অবরুদ্ধ করে রাখে ভিসিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

সোমবার (১১ মার্চ) রাতভর নানা নাটকীয়তা আর প্রতীক্ষার পরে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

ফল ঘোষণার পরপরই সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান করে। মিছিল করে ভিপি পদের ফল প্রত্যাখ্যানের দাবি জানিয়ে স্লোগান দিছিলেন তাঁরা।

এদিকে, ভোর পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা জানা যায়নি।

আপনার মতামত লিখুন :