ভারতের প্রতিনিধি বাংলাদেশ পরিচালনা করছে….মাহমুদুর রহমান

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৩ এএম, ১২ এপ্রিল ২০১৭

ভারতের প্রতিনিধি এখন বাংলাদেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঙ্গলবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন তিনি।

‘রাষ্ট্রীয় জুলুমের শিকার দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের চার বছর’ উপলক্ষে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আমার দেশ পরিবার।

মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ সক্ষমতা হারায়নি। আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আমি গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন দেখি। আমি দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের স্বপ্ন দেখি। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সঙ্গে কিছুদিন আগে সাক্ষাৎ করেছিলাম। তখন তাকে বলে এসেছি, ভারতীয় সাম্রাজ্যবাদ ও সরকারকে রুখে দেওয়ার জন্যে যেকোনো কিছু করতে রাজি আছি। ভারতকে যারা হিন্দুস্থান বানিয়ে শাসন করছে, তাদের প্রতিনিধি এখন বাংলাদেশ পরিচালনা করছে।’

একই অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী ভারত সফর বাংলাদেশের মানুষের আশা পূরণ হয়নি। বাংলাদেশের মানুষ যা চেয়েছিল যে ন্যূনতম ব্যাপার, বাঁচার জন্য যে পানি, প্রায় বাংলাদেশের তিন ভাগের এক ভাগ মানুষ যে নদীর উপর নির্ভর করে সেই নদীর পানির একটি ন্যায্য হিস্যা হবে, চুক্তি হবে সেটা হয়নি। প্রধানমন্ত্রী তার সফরের ফলাফল সম্পর্কে ‘কুচ’ (কিছু) মিলেছে বলে যে বিদ্যুতের কথা বলেছেন, তাও পয়সা দিয়ে কিনতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার নতজানু, নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে তারা চলছে।’

প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব প্রমুখ।

আপনার মতামত লিখুন :