বিএনপি-জামায়াত থেকেও ভয়ঙ্কর আওয়ামী লীগঃ নাসিম

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৭ পিএম, ১৯ মার্চ ২০১৯
ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, এখন দেশের সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। যাদের কখনও সভা-সমাবেশ দেখিনি তারাও এখন আওয়ামী লীগ করে। এরা সুযোগসন্ধানী। এদের চিনে রাখতে হবে। এদের থেকে সাবধান ও সর্তক থাকতে হবে।

তিনি আরও বলেন,বিএনপি-জামায়াতের চক্রান্ত থেমে নেই। ১৪ দল তাদের চক্রান্তের বিষদাঁত ভেঙে দেবে। ১৪ দল সরকারকে চোখের মণির মতো রক্ষা করবে। কোনোদিন যাতে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসতে না পারে আমাদের অঙ্গীকার করতে হবে।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার বক্তব্যে তিনি এইসব বলেন।

এর আগে তিনি আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১৪ দলের পক্ষ থেকে সমাবেশ করারও ঘোষণা দেন ।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জেপি মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাসদ একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :