২ জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৩ পিএম, ১৯ মার্চ ২০১৯

লালমনিরহাট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও নীলফামারী জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সভাপতি এবং হাফিজুর রহমান বাবলাকে সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া আ খ ম আলমগীর সরকারকে আহবায়ক এবং মোঃ জহুরুল আলমকে সদস্য সচিব করে নীলফামারী জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নীলফামারী জেলা বিএনপির আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ২ মার্চ দলের দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, সাংগঠনিক স্থবিরতা ও বিশৃঙ্খলার কারণে নীলফামারী জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :