খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ ফখরুলের

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৭ পিএম, ২৭ মার্চ ২০১৯
ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুস্থ অবস্থায় কারাগারে গেলেও খালেদা জিয়া এখন কারাগারের কক্ষেও চলাচল করতে পারছেন না। হাইকোর্টের সিদ্ধান্তে হাসপাতালে আনলেও কোনো চিকিৎসা না দিয়ে আবার কারাগারে পাঠানো হয়। যে অসুখগুলো রয়েছে তার জন্য কোনও কিছুই করা হচ্ছে না।

তিনি বলেন, আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে ২৪শে ফেব্রুয়ারি মেডিক্যাল বোর্ড খালেদা জিয়াকে দেখে ২৫ তারিখ রিপোর্টে পরীক্ষা নিরীক্ষার কথা বললেও কারা কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন। এ বিষয়ে, আইজি প্রিজন কিছু বলেননি। পরে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে চিকিৎসার ব্যবস্থা নিতে অনুরোধ করলেও ১৯শে মার্চ রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে কারাগারে লোক পাঠানো হয়। এখনও পর্যন্ত পরীক্ষার কোনো ফলাফল প্রকাশ করেনি কারা কর্তৃপক্ষ। কোনো ব্যবস্থাও নেয়া হয়নি।

আপনার মতামত লিখুন :