বাকশাল কায়েমের কোনো সম্ভবনা নেইঃ নাসিম

বাকশাল ছাড়া বিএনপির কোনো ইস্যু নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, এখন বাকশাল প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নেই। একানব্বই সালে আমরা (আওয়ামী লীগ) বিরোধী দলে থেকেই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।
তিনি বলেন, ‘তখন কেন বাকশাল করা হয়েছিল- বাকশালের রাজনৈতিক দর্শনের কথা নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছেন। এখন বাকশাল করার কোনো সম্ভাবনা নেই। আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আপনারা (বিএনপি) গণতন্ত্রে বিশ্বাস করলে আমাদের সঙ্গে আসেন।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ওর্য়াকার্স পার্টি আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা: ধর্মনিরপেক্ষতার সংকট ও সম্ভাবনা শীর্ষক এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
তিনি আরো বলেন, এদেশে সাম্প্রদায়িক রাজনীতি করে বিএনপি-জামায়াত। ওদেরকে যে অবস্থায় নিয়ে গেছি, তাতে ওরা নিস্তেজ হয়েছে কিন্তু নির্মূল হয়নি। সুযোগ পেলে আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সাম্প্রদায়িক রাজনীতিকে নিমূল করতে হলে ওদের নির্মূল করতে হবে।
বিএনপির উদ্দেশে আ. লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, উদার গণতন্ত্র চাইবেন আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইবেন-এটা হতে পারে না। এক সাথে দুইটা হয় না। সুশাসন চাইবেন আবার উদার গণতান্ত্রিক রাষ্ট্র চাইবেন, তা হয় না। দুটো জিনিস আপনি একসাথে চাইতে পারেন না। কিছু বিষয়ে আপনাকে কঠোর হতে হবে। যা অর্জন করেছি, তা ধরে রাখতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরাই প্রতিষ্ঠা করব। হ্যাঁ-না ভোট যারা করেছে, মার্শাল যারা দিয়েছে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। আলোচনায় অংশ নেন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশে জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, প্রবীণ সাংবাদিক কলামিষ্ট কামাল লোহানী, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসনে চৌধুরী মায়া, লেখক মফিদুল হক, অধ্যাপক এম এম আকাশ, ড. এনামুল হক, হিন্দু-বৌদ্ধ -খৃষ্টান ঐক্য পরিষদ নেতা কাজল দেবনাথ, নির্মল ডি রোজারিও, ইসলামী ঐক্যজোট নেতা মাওলাা জিয়াউল হাসান সহ ১৪ দলীয় জোট নেতারা।
জিএসনিউজ/এমএআই