প্রধানমন্ত্রীকে রিজভীর প্রশ্ন , আপনার মনে কী শান্তি আছে?

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন। তাতে আপনার সাময়িক লাভ হচ্ছে। কিন্তু এতে আপনার মনে কী শান্তি আছে? অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে কখনই মনে শান্তি থাকে না। পতনের আশঙ্কায় আপনার দুশ্চিন্তা সব সময় থাকবে।

বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে দলের কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি এক এক করে গণতন্ত্র হরণ করেছেন, স্বাধীনতাকে ধবংস করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন, মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন। আপনি গণতন্ত্র ধ্বংস করে আপনি হরণতন্ত্র চালু করেছেন।”

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে রিজভী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন। তাতে আপনার সাময়িক লাভ। কিন্তু আপনার মনে কী শান্তি আছে? অবৈধভাবে, অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে কখনো মনে কখনই শান্তি থাকে না। পতনের আশঙ্কায় আপনার দুঃশ্চিন্তা সব সময় থাকবে।প্রধানমন্ত্রী গণজোয়ারের সম্ভাবনা আপনি হয়ত টের পাচ্ছেন না। কিন্তু অন্যায়-অবিচারের লৌহশৃঙ্খল ভেঙে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণজোয়ার আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না।”

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এই বিভোক্ষ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করে।

জিএসনিউজ/এএওয়াই

 

আপনার মতামত লিখুন :