শেখ হাসিনা জোর করে নির্বাচনে জিততে চান নাঃ ওবায়দুল কাদের

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৩ এএম, ১৮ আগস্ট ২০১৯

বিএনপি নিজেরাই ভুলের চোরাবালিতে আটকে দেশের রাজনীতিতে শূন্য হয়ে আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, এখনও ষড়যন্ত্র চলছে। বাতাসে চক্রান্তের গন্ধ রয়েছে। অস্তিত্ব রক্ষার জন্যই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার বিকল্প নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা যত ঐক্যবদ্ধ হবো, শেখ হাসিনার হাত ততই শক্তিশালী হবে।

শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষক ছিল বিএনপি জামায়াত। নেতিবাচক আন্দোলনেই আটকে আছে বিএনপির রাজনীতি।
বাংলাদেশের জনগণ বিএনপি নেতাদের সঙ্গে নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনি (মির্জা ফখরুল) নির্বাচিত হয়েও নিজের আসন শূন্য করে দিয়েছেন, আপনি তো শূন্য হবেনই।’ এ সময় কোরবানির পশুর চামড়া বিক্রি নিয়ে অস্থিরতা প্রসঙ্গে মির্জা ফখরুলের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

আগামী ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে সবাইকে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, কয়েক মাস পর ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন, নির্বাচন আবার আসছে। জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চান না। আমরা জনগণকে খুশি করে জনগণের রায় মেনে নির্বাচিত হতে চাই।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, মহানগর উত্তরের সভাপতি রহমত উল্লাহ, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :