প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির দুই নেতা

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুদেশের মধ্যকার চুক্তির বিষয়ে দেশবাসীকে জানাতে তার কার্যালয়ে চিঠি নিয়ে গেছেন বিএনপির দুই নেতা। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

আজ বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চিঠি জমা দেন । এ প্রতিনিধি দলে ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দিদার বলেন, সোয়া ১২টার দিকে চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন দুই নেতা। তারা প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি-২ এর কাছে চিঠি পৌঁছে দিয়ে পৌনে ১টার দিকে বের হয়ে আসেন। এসময় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

জিএসনিউজ/এমএইচএম/এমএএআই

আপনার মতামত লিখুন :