খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার নাটক করছেঃ মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৩ এএম, ০৮ ডিসেম্বর ২০১৯
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো )

কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার নাটক করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নাটক বাদ দিয়ে খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারা দেশে জেলা সদরে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ৫ দিনের কর্মসূচিও ঘোষণা করেন।

বেগম জিয়াকে দ্রুত জামিন দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘নাটক বাদ দিয়ে দয়া করে তার জীবন রক্ষা করার জন্য জামিনে মুক্তি দিয়ে চিকিৎসা নেয়ার সুযোগ করে দিন।’

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা ভয়ের পরিস্থিতি তৈরি করে দেশ শাসন করছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও আগের অবস্থা ফিরে এসেছে। পুলিশ নেতাকর্মীদের হয়রানি করছে।

তিনি আরও বলেন, আজকে সরকার পুরোপুরি ব্যর্থ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাভিশ্বাস উঠেছে। প্রত্যেকটি সূচক কমেছে। গার্মেন্ট শিল্প ধ্বংস। রফতানি কমেছে। দেশকে খালি কলসির দিকে নিয়ে গেছে সরকার। এখন দুর্বৃত্তদের কবলে দেশ। রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশকে ফোকলা করে দিয়েছে।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :