মেয়র পদে বিএনপির মনোনয়ন বিতরণ আজ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা আজ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।ফরম পূরণ করে দলীয় কার্যালয়ে জমা দিতে হবে পরদিন শুক্রবার। ফরম জমা দেয়ার সময় আগ্রহী মেয়র প্রার্থীদের এক লাখ টাকা বিএনপির দফতরে দিতে হবে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। মনোনয়নপ্রত্যাশীদের গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার সাক্ষাৎকার হবে। ওই দিনই দলের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।
এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়নপত্র বুধবার থেকে বিতরণ শুরু করেছে বিএনপি, যা বৃহস্পতিবারও চলবে।
মনোনয়নপত্র সংগ্রহ করে প্রার্থীদের এই দু’দিনের মধ্যেই জমা দিতে হবে। প্রথম দিনে নয়াপল্টনের মহানগর বিএনপি কার্যালয় থেকে (ভাসানী ভবন) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দুই সিটির ১০৬ জন কাউন্সিলর প্রার্থী। প্রার্থীরা দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম নেন।
বিএনপির ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক বলেন, প্রথম দিনে মহানগরের উত্তরের কাউন্সিলর পদে ৬৪ জন দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। আর সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ১০ জন নিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জানান, কাউন্সিলর পদে দক্ষিণে ৪২ জন মনোনয়ন ফরম নিয়েছেন। সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে নিয়েছেন আটজন।
বিএনপির মনোনয়নপত্র বিতরণ আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র বিতরণ করবে বিএনপি।
জিএসনিউজ/এমএইচএম/এমএআই