ছাত্রলীগের কেউ মাদক ও ইভটিজিংয়ের সাথে জড়িত থাকলে ছাড় পাবেনা: রবিন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৪ পিএম, ২৭ মে ২০১৭

সোনাগাজী প্রতিনিধি:>>>>

সোনাগাজী উপজেলা ছাত্রলীগের কেউ যদি মাদক, ইভটিজিং সহ কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, তাকে ছাড় দেওয়া হবেনা।

 

শনিবার উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়ন পরিষদ আয়োজিত সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং বিরোধী সমাবেশে এমন বক্তব্য দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন। তিনি বলেন, জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে ফেনী এখন শান্তির জনপথ।

 

ফেনীতে কোন প্রকার অনিয়ম, অনৈতিক এবং কোনো অপকর্ম চলে না, তবে আমি একটি কথা স্পষ্ঠ বলে দিতে চাই সোনাগাজীতে কোনো ছাত্রলীগ নেতা-কর্মী যদি মাদক, ইভটিজিং সহ এসব অনৈতিক কাজের সাথে জড়িত থাকে তাহলে তা কঠোর হতে দমন করা হবে। তিনি আরও বলেন, আমার সোনাগাজী উপজেলা ছাত্রলীগ হবে ফেনী জেলার মধ্যে একটি সুন্দর ও সুশৃঙ্খল ছাত্র সংগঠন।

আপনার মতামত লিখুন :