কেরানীগঞ্জে শহীদদের শ্রদ্ধা জানিয়ে গণ অধিকার পরিষদের দোয়া মাহফিল ও মিলনমেলা

জুলাইয়ের ঐতিহাসিক অভ্যুত্থানে কেরানীগঞ্জের ছয় শহীদসহ সারা দেশের সকল শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে গণ অধিকার পরিষদ। আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুরে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজনে গণ অধিকার পরিষদের ঢাকা জেলা দক্ষিণ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব সৌকত মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ যুব অধিকার পরিষদের সভাপতি হিমেল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ উপজেলা সভাপতি আল-আমিন মিনহাজ, কেরানীগঞ্জ মডেল থানার সভাপতি শাফায়েত ঢালী এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি সাইফুল ইসলাম।
আলোচনা পর্বে বক্তারা বলেন, শহীদরা শুধু একটি দিনের জন্য স্মরণীয় নন—তাঁদের আদর্শই প্রতিদিনের সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকছে। তারা বলেন, এই শহীদরা জীবন দিয়ে শোষণহীন, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে গেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে এখনও পথচলা চলছে।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি সাজ্জাদ আল ইসলাম বলেন, এই রক্ত শুধুই একদিনের দুঃখ নয়, এই রক্ত নতুন ভোরের সূচনা। শহীদদের আত্মত্যাগ প্রমাণ করে—এই জাতি অন্যায়কে চিরকাল মেনে নেয় না। শোষণ-দুর্নীতি আর রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই শহীদের পথ ধরেই এগিয়ে যাবে। যতদিন না এই রাষ্ট্র জনগণের হাতে ফিরে আসে, ততদিন আমরা রাস্তায় থাকবো, ময়দানে থাকবো, জনগণের পক্ষে থাকবো।
তিনি আরও বলেন, একটি সাম্যভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে শহীদদের স্মরণে শুধু মোমবাতি জ্বালালে হবে না, জ্বালাতে হবে বিপ্লবের আগুন।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।