তরুণ না প্রবীণ—ঢাকা-৩ আসনে মনোনয়ন জমা দিলেন গয়েশ্বর রায় ও সাজ্জাদ
ঢাকা-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দৌড়ে যুক্ত হয়েছেন প্রবীণ ও তরুণ—দুই প্রজন্মের দুই রাজনৈতিক মুখ। আজ ২৯ ডিসেম্বর ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী সাজ্জাদ আল ইসলাম।
বিএনপির হেভিওয়েট নেতা গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন জমা দেন। প্রায় ছয় দশকের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা কেরানীগঞ্জে দীর্ঘদিন ধরে শক্ত অবস্থান ও পরিচিত মুখ হিসেবে পরিচিত। মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে এলাকায় তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি রাজনীতিতে নতুন নই। বহু বছর ধরে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সামনের সারিতে থেকেছি। সারা দেশের মানুষ আমার রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে অবগত।
অন্যদিকে, ট্রাক প্রতীক নিয়ে গণঅধিকার পরিষদের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন তরুণ ছাত্রনেতা সাজ্জাদ আল ইসলাম। অল্প সময়ের মধ্যেই তিনি কেরানীগঞ্জে তরুণ ভোটারদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১৮ সাল থেকে ৩৬ জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন গণআন্দোলনে সাহসী ও সক্রিয় নেতৃত্বের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।
স্থানীয়দের মতে, নানা প্রতিকূল পরিস্থিতিতেও রাজপথে সরব উপস্থিতি এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান সাজ্জাদ আল ইসলামকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে এসেছে।
মনোনয়ন জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, কেরানীগঞ্জের মানুষ যদি আমাকে সুযোগ দেন, আমি প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াবো। দেশের পক্ষের শক্তি হয়ে মহান সংসদে আইন প্রণয়নের কাজে ভূমিকা রাখতে চাই।
তিনি আরও বলেন, কেরানীগঞ্জের উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।
প্রবীণের অভিজ্ঞতা বনাম তরুণের সাহস ও উদ্যম—এই দুই ধারার লড়াইয়ে শেষ পর্যন্ত ভোটের মাঠে জনগণের রায় কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।

