বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফাঁসি কার্যকরের দাবি স্বেচ্ছাসেবক লীগের

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১০ এএম, ০৪ আগস্ট ২০১৭

নিজস্ব প্রতিবেদন:>>>>

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। এ দাবিতে বৃহস্পতিবার গুলশান ২ নম্বরে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান খুনীদের পুরস্কৃত করেছিলেন। সেই নৃশংস হত্যাকান্ডের বিচারও বন্ধ করে দেওয়া হয়েছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনীদের শাস্তির রায় হয়। কয়েকজনের ফাঁসি হলেও এ রায় এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। ফাঁসির আসামিরা বিদেশে পালিয়ে আছে। এদের দ্রুত দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে।
এ সময় খুনীদের ফিরিয়ে দিয়ে তাদের আশ্রয়দাতা দেশগুলো যেন উদারতার পরিচয় দেয় সে আহ্বানও জানান তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথসহ অন্যান্য নেতারা।

আপনার মতামত লিখুন :