শোকাবহ আগস্টের কর্মসূচি সফলে মহিলা আ.লীগের বৈঠক

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪২ এএম, ০৪ আগস্ট ২০১৭

নিজস্ব প্রতিবেদক :>>>>>

শোকাবহ আগস্টের কর্মসূচি সফলে বৈঠক করেছে মহিলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পার্শ্ববর্তী নির্বাচনী অফিসে এ বৈঠক হয়।

সংগঠনের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন রোজী রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক। বক্তব্য রাখেন- মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিমা চৌধুরী, ফরিদা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভীন রানু, তথ্য ও গবেষণা সম্পাক সৈয়দা রাজিয়া মোস্তফা, সংস্কৃতিবিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী, প্রচার সম্পাদক নীলিমা আক্তার লিলি প্রমুখ।

আপনার মতামত লিখুন :