বিরোধী দলে যেতে কোন আপত্তি নেই আওয়ামী লীগের
নিজস্ব প্রতিবেদন:>>>>>>
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগন ভোট না দিলে বিরোধী দলে চলে যেতে আওয়ামী লীগের কোন আপত্তি নেই।
মঙ্গলবার বিকালে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে মহানগর দক্ষিন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, নির্বাচন হবে, নির্বাচন সঠিক সময়ে হবে এবং তা জনগনের ভোটের মাধ্যমেই হবে। জনগন আমাদের ভোট না দিলে বিরোধী দলে যেতে আমাদের আপত্তি নেই। আর সেই নির্বাচনে আওয়ামী লীগকে ভোট না দিলে জনগন বড় ভুল করবেন। আওয়ামী লীগকে ভোট না দিলে দেশের ক্ষতি হবে। বাংলাদেশের এই ক্ষতি করবেন না। কারণ আওয়ামী লীগ সর্বক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন করছে।
বিচার বিভাগ নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে নাসিম বলেন,“আমাদেরকে রাস্তায় পিটিয়েছে, গ্রেনেট মেরে অনেককে হত্যা করেছে কোন বিচার পাই নি। আর শেখ হাসিনা সরকারের সময় একজন অপরাধীও ছাড় পায় নি।”
বিএনপিকে অনুরোধ করে নাসিম বলেন, “আপনারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো অহেতুক নির্বাচন কমিশন নিয়ে অবাঞ্ছিত, অযাচিত কথা বার্তা বলবেন না।
ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমূখ।



