খালেদা জিয়ার চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন
জিএস নিউজ ডেস্ক:>>>>
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৩টায় এ অস্ত্রোপচার হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান সকালে জানান, বেগম জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুর সাত্তার অস্ত্রোপচারের খবরটি নিশ্চিত করেছেন। লন্ডনের মন্ডফিল্ড হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগেও এ হাসপাতালে বেগম জিয়ার চোখে একটি অস্ত্রোপচার হয়েছিল। এবিএম আব্দুর সাত্তার বেগম জিয়ার পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করেছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৫ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে প্রথমে হিলটন হোটেলে উঠেছিলেন তিনি। সেখানে কয়েক ঘণ্টা অবস্থানের পর লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া।
২০০৬ সালে ক্ষমতা হারানোর পর লন্ডনে খালেদা জিয়ার এটি তৃতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেক রহমানকে দেখতে যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি। এরপর ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর একবার তিনি লন্ডন যান। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। দুই মাসের বেশি সময় লন্ডনে অবস্থান করে ২১ নভেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।
বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একাধিক মামলায় হুলিয়া নিয়ে প্রায় ১০ বছর ধরে স্ত্রী-সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন।



