রায়ের পর ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে সরকার: মির্জা ফখরুল
স্টাফ রিপোটার:>>>>>
ষোড়শী সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর সরকার ক্ষমতায় থাকার নৈতিক বৈধতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় আসায় নৈতিকতার ধারেকাছেও নেই আওয়ামী লীগ।’ শনিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় যুবদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপিকে নৈতিকতা শেখানোর আগে সড়কে বেহাল দশার দায় নিয়ে পদত্যাগ করুন।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় আওয়ামী লীগের গাত্রদাহ হচ্ছে মন্তব্য করেও দলটির নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল।
গণতন্ত্র রক্ষার জন্য দলের তরুণদের মাঠে নামার জন্য আহ্বান জানান বিএনপির মহাসচিব।



